উৎপলেন্দু পাল
মোমবাতি মিছিল
উৎপলেন্দু পাল
সমাজের কবরখানায়
এখন ভীষণরকম অন্ধকার
অবরুদ্ধ বাতাসে তীব্র লাশপঁচা গন্ধ
মৃত বা মৃতবৎ ধর্ষিতাদের মৌন হাহাকার
কবরের ভেতরের সুঁড়িপথে
কাদের যেন মোমবাতি মিছিল
মোমের আলোয় আঁধার কাটেনি বটে
শুধু তোলা গেছে কিছু বিদগ্ধ মুখেদের ছবি
মোমের আলোতেও নানান রঙ
সাদা আলোর দেখা পাওয়া কঠিন
মিছিলের মুখগুলোয় বিচিত্র অ্যাবস্ট্রাক্ট
কবরখানার গাঢ় অন্ধকারে অনন্য ক্যামোফ্লেজ।

পাঠকের মতামতঃ